সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোর জেলার সিংড়া পৌর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ, থানা, হাটবাজারসহ হাসপাতালে যাওয়ার প্রধান সড়কের মাদরাসা মোড়ের ব্রীজটি দীর্ঘদিন থেকে ফাটল ধরা ছিল। বর্তমানে তা ভেঙ্গে ব্রীজের ভেতরে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ঝুঁকিপূর্ণ এই ব্রীজ দিয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের চলাচলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে স্থানীয় ব্যবসায়ীরা। ইতোমধ্যে পৌরসভা পক্ষ থেকে ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ব্রীজ ভারী যানবাহন চলাচল নিষেধ বলে একটি সাইন বোর্ড টানিয়ে দেয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিদিন উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার মানুষ, বিভিন্ন যানবাহন এমনকি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অসুস্থ রোগীদের নিয়ে দ্রুত নাটোর, বগুড়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য প্রধান সড়কের এই গুরুত্বপূর্ণ ব্রীজটি ব্যবহার করা হয়। অথচ দীর্ঘদিন থেকে ব্রীজটি ফাটল দেখা পড়লেও সংস্কার না করায় বর্তমানে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সরদার ফটোস্ট্যাস্টের রনজু, দেশবন্ধু লন্ডীর তরুণ কুমার, রোকেয়া মোবাইল সেন্টারের সুমন, চা স্টলের নজরুল ইসলাম বলেন, এতদিন ফাটল ছিল বর্তমানে গর্তের সৃষ্টি হয়েছে। দিনে রাতে অসংখ্য মানুষ এই ব্রীজটি দিয়ে যাতায়াত করে একটু অসতর্কতায় যে কোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে ক্ষতিগ্রস্ত ব্রীজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

পৌর প্রকৌশলী শাহিনুর রহমান জানান, ব্রীজটি সম্পূর্ণ ভেঙ্গে নির্মাণ করতে অনেক সময় লাগবে তবে কয়েকদিনের মধ্যে আপতত সংস্কারের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে প্যানেল মেয়র আদনান মাহমুদ জানান, ব্রীজটি সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এমএমআর/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৫)