সিংড়া (নাটোর) প্রতিনিধি : মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়েদের উত্ত্যক্ত করার অপরাধে নাটোরের সিংড়ায় কসমেটিকস ব্যবসায়ী মিনহাজ (২৩)কে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মিনহাজ পৌর শহরের পেট্টোবাংলা মহল্লার আলতাব হোসেনের ছেলে।

জানা যায়, কসমেটিকস ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে মিনহাজ মেয়েদের উত্ত্যক্ত করত। এ বিষয়ে উপজেলা প্রশাসনের হেল্প নম্বরের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে মিনহাজ কসমেটিকস এন্ড গিফট কর্ণারে গেলে সেখানে মূল্য তালিকা প্রদর্শনের কোন চার্ট পাওয়া যায়নি।

তাছাড়া দোকানের ভিতরেই পাখি রেখে নানা কৌশলে পাখি দেখানোর নামে মেয়েদের উত্ত্যক্ত করত। এতে করে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ব্যবসায়ী মিনহাজকে দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

(এমএমআর/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৫)