স্পোর্টস ডেস্ক, ঢাকা : মেয়ের মুখ এখনো দেখা হয়নি ধোনির। কিন্তু স্ত্রী সাক্ষীর সঙ্গে মিলে মেয়ের নাম রেখেছেন ‘জিবা’। বাবা যেমন সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন, মেয়ে থাকবেন না তা কি হয়! তা মেয়ের এই নামের অর্থ কি? রহস্যের জট খুললেন মেয়ের মা নিজেই।

টুইটারে সাক্ষী এবার নেমেছেন মেয়ের ‘জিবা’ নামের অর্থ বিশ্লেষণের মিশনে। তুইটারে তিনি লেখেন, ‘জিবা’ অর্থ ‘প্রতিভা’ বা ‘উজ্জলতা’। আর এই অর্থের সাথে মিলেই মেয়ে তাদের পরিবারে উজ্জলতা আনবে এটাই কাম্য তার।

সাক্ষী লিখেছেন, ‘Ziba means brilliance and brightness. I think she will she will surely bring us more brightness to our lives’।

উল্লেখ্য, বাবা ধোনি এখন অস্ট্রেলিয়াতে ব্যস্ত রয়েছেন বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি নিয়ে। তার দল ভারত আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১০, ২০১৫)