স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপের বল মাঠে গড়ানোর একদিন পরই মহারণে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। বিশ্বকাপের সূচী বানানোর পর থেকেই এই ম্যাচ নিয়ে উত্তেজনার তুঙ্গে রয়েছে এই দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। যদিও মানসিক দিক থেকে অনেক এগিয়ে ভারত। কারণ, পাকিস্তান বিশ্বকাপে তাদেরকে কখনওই হারাতে পারেনি।

তবে, পাকিস্তানের ড্যাশিং অলরাউন্ডার শহিদ আফ্রিদি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এবার ভারতীয়দের চমকে দেবে তার দেশ। তার মতে এই বিশ্বকাপেই নতুন কিছু উপহার দেবে পাকিস্তান। তিনি বলেন, ‘প্রথম কিছু বলে সবসময় একটা কথা থাকে। দুই দল ও দলের সমর্থকদের জন্য রোমাঞ্চিত হবার মতো কিছু দেখতে যাচ্ছে বিশ্ব। এক মাস আগেই হোটেল সব বুক হয়ে গেছে। খুব বেশি প্রচার ও প্রত্যাশা এই ম্যাচকে ঘিরে। যাই হোক, নিজেদের দিনে যেকোনো দলকে চমকে দেবার মতো সামর্থ্য আমাদের আছে।’

গত বিশ্বকাপের সেমিফাইনালেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। তবে মোহালিতে স্বাগতিক ভারতের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। পুরনো অভিজ্ঞতাকে সামনে এনে আফ্রিদি বলেন, ‘দুই দলই চাপ কিভাবে সামলাতে হয় তা জানে। আমাদের দিক দিয়ে এটি অন্য যে কোনো ম্যাচের মতোই নেব। বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে দুই দলই জয় দিয়ে শুরু করতে মরিয়া থাকবে। এই জয়ে পুরো টুর্নামেন্টের ভালোভাবে এগিয়ে যাবার অনুপ্রেরণা থাকবে।’ বিশ্বকাপে শুধু নয়, বিশ্বকাপের পরও আরও ভারত-পাকিস্তান ম্যাচ দেখার অপেক্ষায় আফ্রিদি। তিনি বলেন, ‘আমরা একে অন্যের বিপক্ষে সেভাবে খেলছি না। আশা করি বিশ্বকাপের বাইরেও আমরা একে অন্যের বিপক্ষে খেলবো ‘

১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১১, ২০১৫)