লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে কলাকোপা গ্রামে ইসলামী ফাউন্ডেশনের পরিচালিত ধর্মীয় শিক্ষার প্রকল্পে অন্তভুক্ত থাকা একটি নুরানী ফোরকানিয়া মাদ্রাসার সম্পত্তি প্রভাবশালী এক ব্যাক্তি জবর দখল করে নেওয়ায় বন্ধ হয়ে গেছে শিশুদের ইসলাম শিক্ষা। এলাকাবাসীর দান-অনুদান এবং সরকারের সাহায্য পাওয়া চলমান এ প্রতিষ্ঠানটি  প্রভাবশালী খপ্পর থেকে উদ্ধার করতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টা। এ নিয়ে এলাকাবাসীর মাঝে তিব্র ক্ষোভ বিরাজ করছে।

জানাযায়, ৩নং কলাকোপা মৌজার আর এম ১৪৯ খতিয়ান ভুক্ত ১৬১ নং দাগের ৩ শতাংশ জায়গা আজ থেকে ৩৫ বছর আগে দান করেন বাহা উদ্দিন নামের এক ব্যাক্তি। পরে জমিটি মাদ্রাসার নামে রেকর্ডভুক্ত হয়। কয়েক বছর আগে ওই এলাকার মৃত বজলুল হক মাষ্টারের পুত্র আবুল কালাম নিজ বাড়ীর সৌন্দর্য বৃদ্ধি করতে মাদ্রাসর সম্পত্তির উপর নির্মিত টিনশেড ঘরটি ভেঙ্গে নিয়ে যায়। বিক্রি করে দেয় মাদ্রাসার টিনসহ সব কাঠ-বাশঁ। মাদ্রাসার পাকা ভিটির সব ইট তুলে নিয়ে যান তিনি। এ নিয়ে এলাকাবাসী বাধা দিলে হুমকী ধমকি দিয়ে রাখে প্রতিবাদীদের। পরে এ নিয়ে থানায় অভিযোগ করলেও টাকা ছিটিয়ে নিজের আয়ত্বেই রাখেন মাদ্রাসার মুল সম্পত্তি। এলাকার প্রতিবাদীরাও নির্যাতন, হামলা-মামলার ভয়ে চুপ হয়ে যান। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী বর্তমানে দুরের একটি মসদিজে গিয়ে সকালের ইসলামর শিক্ষা নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই এলাকার আট হাজারী বাড়ী, জালাল ডাক্তারের বাড়ী, আলী বেপারী বাড়ীসহ অনেক বাড়ীর শিশুরা দুরের মসজিদে গিয়ে ধর্মীয় শিক্ষা নিতে ক্রমেই অমনোযোগী হয়ে উঠেছে। এলকাবাসী ওই মাদ্রাটি চালু করে এলাকার গরীর মানুষসহ শিশুদের ইসলাম শিক্ষঅর কথা চিন্তা করে অবিলম্বে চালুর দাবি জানিয়েছেন।
(পিকেআর/পিবি/ফেব্রুয়ারি ১১,২০১৫)