বগুড়া প্রতিনিধি : ক্রিকেট বিশ্বাকাপের ঘটে যাওয়া ঘটনা নিয়ে বই প্রকাশ পেল বিশ্বকাপের দিনগুলি। ক্রীড়া সাংবাদিক রবিউল ইসলাম বিদ্যুৎ এর লেখা নিয়ে প্রকাশিত বিশ্বকাপের দিনগুলি নতুন বইটির মোড়ক উন্মোচন করা হয় আজ বুধবার বগুড়া প্রেসক্লাবে। যৌথভাবে মোড়ক উন্মোচন করেন বগুড়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি যাহেদুর রহমান যাদু ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন।

ক্রিকেট বিশ্বকাপের লিজেন্ট সুনীল গাভাস্কার, কপিল দেব, ভিভ রিচার্ড, শচিন চেন্ডুলকার, ওয়াসিম আকরাম, সৌরভ গাঙ্গুলী, আকরাম খান, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীমের বিশ্বকাপের কীর্তিকথা তুলে ধরা হয়েছে এই বইটিতে।
সাংবাদিক এইচ আলিম এর সঞ্চালনায় মোড়ক উন্মোচনকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমান, সিনয়র সাংবাদিক সমুদ্র হক, প্রেসক্লাবের নতুন কমিটির সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম সজল, আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, এ্যাডঃ শফিকুল ইসলাম টুকু, দৈনিক উত্তরের খবর নির্বাহী সম্পাদক সাজেদুর রহমান সিজু, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, মোস্তফা মোঘল, সাজ্জাদ হোসেন পল্লব, আব্দুর রহীম, শহীদ খোকনপার্কের আড্ডার সাহিত্যকর্মী শুভ ইসলাম, সাকিব আল মাহমুদ সৌরভসহ বিভিন্ন দৈনিক প্রত্রিকার সাংবাদিকবৃন্দ। বইটির প্রচ্ছদ ভাবনায় রয়েছেন এইচ আলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন রবিউল ইসলাম বিদ্যুৎ।
বইয়ের মোড়ক উন্মেচনকালে বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু বলেন, বই যে কোন জাতিকে সমৃদ্ধ করে। জাতির উন্নয়নের পেছনে বইয়ের ভুমিকা অপরিসীম। ক্রিকেট বিশ্বকাপ কে সামনে রেখে আজ প্রকাশ পেল রবিউল ইসলাম বিদ্যুৎ এর বিশ্বকাপের দিনগুলি পাঠকের কাছে সময়ের চাহিদা পূরন করবে। ঘটনাবহুল বিশ্বকাপের নানা ঘটনা নিয়ে বইটি পাঠক মনে চাহিদার সৃষ্টি করবে।
(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ১১,২০১৫)