বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় দুই গ্রামবাসির সংঘর্ষে আহত যুবক রুবেল (২৪) চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে মারা গেছে। নিহত রুবেল উপজেলার কুন্দুগ্রাম গ্রামের পশ্চিমপাড়ার একরাম হোসেনের পুত্র। গত ৯ ফেব্রুয়ারি আহত হয়ে রুবেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল।

জানা যায়, আদমদিঘির কুন্দুগ্রাম ইউনিয়নের চেঁচুয়া গ্রামের হাজরাগাড়ী মাঠে কুন্দুগ্রাম গ্রামের আজিজুল ইসলাম নামের এক কৃষক বোরো ধান রোপন করে। চেঁচুয়া গ্রামের রিফাত নামের এক পাওয়ার টিলার চালক ওই জমির মধ্যে দিয়ে পাওয়ার টিলার চালিয়ে নিয়ে যায়। এতে রোপন উপযোগী জমি মাঠি নষ্টের উপক্রম হলে কৃষক আজিজুল বাধা দেয়। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আজিজুলকে বেদম মারপিট করে চেঁচুয়া গ্রামে নিয়ে বেঁধে রাখে।

ঘটনাটি জানাজানি হবার পর উভয় গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় ৮জন। আহতদের মধ্যে রুবেল, রাকিব ও লোকমান নামের ৩ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং এমরান, এলিনা বেগম এবং আহাদ আলীকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার প্রায় ৪০ ঘন্টা পর আহত রুবেল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করে।

বগুড়ার আদমদিঘি থানার অফিসার ইনর্চাজ মোসলেম উদ্দীন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(এএসবি/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৫)