বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি  : ২০দলের ডাকা হরতাল চলাকালীন সময়ে বৃহস্পতিবার  সকালে মৌলভীবাজারের  বড়লেখায় ঢাকাগামী যাত্রীবাহী বাস রুপসী বাংলায় পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পিকেটাররা। এসময় বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়েছে।

ফায়ার ব্রিগেড এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে পুড়ে গেছে বাসটি। বাস চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছে যাত্রীরা ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটায় সিলেটের বিয়ানীবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস রুপসী বাংলা(ঢাকা মেট্রো ব- ১১-১৩০৬) বড়লেখার দাসেরবাজার নামক স্থানে ২০/২৫জন পিকেটারে কবলে পড়ে। এসময় পিকেটাররা ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ী গ্লাস ভাংচুর করে।।বাসের চালক মাসুদ আলম সামনের দিকে না গিয়ে গাড়ী পিছনে করে প্রায় আধ-কিলোমিটার দূরে মাইজগ্রাম নামক স্থানে নিয়ে যান। গাড়ী থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে ১০জন আহত হয়েছেন । পিকেটররা ও ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে মাইজগ্রামে এসে পেট্রোল ছিটিয়ে বাসটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে বড়লেখা ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চালিয়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়ী চালক মাসুদ আলম জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা কথা বিবেচনা করে সামনের দিকে না গিয়ে ব্যাক করে প্রায় আধ কিলোমিটার পিছনে গিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে তিনিও নেমে পড়েন। এসময় পিকেটারেরা পেট্রোল ছিটিয়ে গাড়ীতে আগুন লাগিয়ে দিয়েছে॥ তার গাড়ীতে ২০জন যাত্রী ছিল বলে তিনি জানান।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মনিুরজ্জামান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, গাড়ীতে অগ্নি সংযোগের আগে বড়লেখা পৌর শহরের হরতাল সমর্থনে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করেছে।
(এলএস/পিবি/ফেব্রুয়ারি ১২,২০১৫)