চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পাহাড়তলীতে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

বৃহস্পতিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘ইস্পাহানি রেলগেটে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই দুই বাস যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো অনেকে। সবাইকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৪ নম্বর রুটে চলাচলরত বাসটি যাত্রী নিয়ে নগরীর এ কে খান মোড়ের দিকে যাচ্ছিল।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, ‘ট্রেনের ধাক্কায় আহত দুই বাস যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, আবুল হাশেম (৬০) ও মাহবুবুল আলম (৫০)।’

তবে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখারের দাবি, ট্রেনের ধাক্কায় বাসের এক যাত্রী নিহত হয়েছেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০১৫)