কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরির সময় মাহমুদুল হাসান(২২) এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে গ্রামবাসী। এ সময় তার কাছ থেকে স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান, রাঙ্গাবালী উপজেলার এক ইউপি চেয়ারম্যান এবং একজন ডাক্তারের ভুয়া সই-সিলসহ প্রত্যায়নপত্র উদ্ধার করা হয়। পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের ধুলাসার মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ থেকে বৃহস্পতিবার সকালে তাকে আটক করে কলাপাড়া থানার সোপর্দ করে।

আটককৃত মাহমুদুল নিজেকে ক্যান্সারের রোগী দাবি করে গ্রামবাসীদের কাছ থেকে পালিয়ে আসার চেষ্টা করলেও পরে চাপের মুখে স্বীকার করে মসজিদের দানবাক্সের টাকা চুরির জন্যই সে এখানে আসে। এবং তার কাছ থেকে পাওয়া প্রত্যায়নপত্র ও সিল সে নিজে তৈরি করেছেন। গত ৪/৫ মাস ধরে সে এভাবে প্রতারনা করে আসছে বলে স্বীকার করেন। ঢাকার মীরপুরের জামিয়া কোরানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করেছেন। মাহমুদুলের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাবাদ গ্রামে। তার বাবার নাম মুকুল হাওলাদার। কলাপাড়া থানার ওসি মো.আজিজুর রহমান জানান, মাহমুদুল বর্তমানে থানায় রয়েছে। বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

(এমকেআর/এএস/ফেব্রুয়ারি ১২, ২০১৫)