ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে আনসার ভিডিপি ক্যাম্পের সামনে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সজল (২৫) ও মনির হোসেন (২৮) নামে ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে আসা এম কে সুপার বাস ভৈরব আনসার ভিডিপি ক্যাম্পের সামনে পার্কিং করে রাখে। হঠাৎ রাত সাড়ে টার দিকে বাসে অগ্নি সংযোগের ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সাভির্সের ২টি ইউনিট আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তৎক্ষনে বাসের ৮০ ভাগ পুড়ে যায়।

জানতে জাইলে ভৈরব থানার ওসি মো. বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সজল (২৫) ও মনির হোসেন (২৮) নামে ২ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের বাড়ী পার্শবর্তী উপজেলা কুলিয়ারচরে বলে জানান তিনি।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ১২, ২০১৫)