স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মা’ সম্বোধন করে তার পদত্যাগ দাবিতে আগামী রবিবার (১৫ ফেব্রুয়ারি) হরতাল ডেকেছে ‘নবধারার কার্যত অাসল সেই বিএনপি’।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ‘বিএনপির ক্রান্তিকালীন রাজনীতির সংকটকালীন মুখপাত্র’ দাবিদার কামরুল হাসান নাসিম।

খালেদা জিয়া ও তারেক রহমানের পদত্যাগের দাবিতে রবইবার বেলা ১২টা থেকে ৩টা ১৭মিনিট পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১৭ মিনিট হরতাল পালন করবে ‘আসল বিএনপি’।

এ হরতালের বৈশিষ্ট্য উল্লেখ করে কামরুল হাসান নাসিম বলেন, এ দিন দেশবাসী জোহরের নামায পড়ে বাংলাদেশের জন্যে দোয়া চাইবেন। একই সঙ্গে ‘মা’ খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় ও তার অব্যাহতির জন্যে প্রার্থনা করবেন।

তিনি বলেন, হরতালে স্বেচ্ছায় রাষ্ট্রকে ৩ ঘণ্টা ১৭ মিনিট অসহযোগিতা করবে দেশবাসী।

নাসিম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের পদত্যাগের দাবিতে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ আল্টিমেটাম দেওয়া হয়েছে।

আলটিমেটাম শেষ হওয়ার আগেই বিএনপির দুই নেতা পদত্যাগ করবেন বলে অাশা প্রকাশ করেন কামরুল হাসান নাসিম।

(ওএস/অ/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)