ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের বর্তমান অবস্থা দেখে উপায় নেই যে, এই মিলের এক সময় কত দাপট ছিল। হাজার হজার চাষী আখ চাষ করে নিজের ও দেশের উন্নতি করেছে।

আর আজ সেই মিলের জমিতে সিনজেন্টা কোম্পানীর সুগার বিট বীজ চাষ হয়। দেখার কেউ নেই।দেশী আখের তৈরি চিনি বিক্রি হয় না। কৃষকদের টাকা বাকি পড়ে থাকে বছরের পর বছর। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আখের চাষ। সেখানে সিনজেন্টা কোম্পানীর সুগার বিট বীজ আমদানী করে সুগার বিট চাষ সম্প্রসারণের চেষ্টা চলছে গত কয়েক বছর ধরে।

(জেআর/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)