নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে মস্তিষ্ক বিকৃত মধ্য বয়সী রশনা বিবি নামে এই মহিলা দীর্ঘ ৪০/৪৫ দিন ধরে অবস্থান করে বর্তমানে তার নিজ বাড়িতে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। কিন্তু পথ ঘাট চিনতে না পারায় তার পক্ষে নিজ বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি এখন নিজ ঘরে ফেরার জন্য বিভিন্ন পথচারীর সাহায্য কামনা করছেন।

জানা গেছে, প্রায় দেড় মাস পূর্বে হঠাৎ মস্তিষ্ক বিকৃত ওই মহিলার আগমন ঘটে সাপাহার উপজেলার ইসলামপুর মোড়ে বসবাসকারী জমসেদ আলীর বাড়িতে। উষ্ক খুষ্ক চেহারা, পরনে ছেঁড়া কাপড় পাগলের প্রলাপ নিয়ে তার বাড়িতে আশ্রয় নেন। বেশ কিছু দিন বাড়িতে রেখে সেবা যত্ন করার পর জমসেদ আলী তাকে সাপাহার-খঞ্জনপুর রাস্তার ইসলামপুর মোড়ে দোকান-পাটের এক ধারে একটি ছোট্ট থাকার জায়গা করে দিয়েছেন। বর্তমানে মহিলাটি সেখানে রাত দিন ২৪ঘন্টা অবস্থান করে বিভিন্ন পথচারীদের ধরে তাকে বাড়ি পৌঁছে দেয়ার অনুরোধ করছেন। ওই মহিলা নিজের নাম রশনা বিবি, স্বামীর নাম কালাম, তার বড় ছেলে রনি ছোট ছেলে নয়ন, পিতা আবেদ আলী, মা কাঞ্চন বিবি, বড় ভাই আকবর আলী ছোট ভাই রশিদ, তার বাড়ি নাটোর বনপাড়া থেকে ৩কি.মি. দূরে চকছেলিম গ্রাম বলে জানান। মহিলাটি কখনও কখনও সাজিয়ে গুছিয়ে কথা বলছেন, আবার কখনও কখনও পাগলের প্রলাপ বকছেন। বর্তমানে ওই মোড়ে বসবাসকারী জমসেদ আলী মহিলাটির খাওয়া দাওয়া, পোষাক পরিচ্ছদসহ সব ধরনের তদারকী করে চলেছেন। জমসেদ আলী মহিলাটির কোন আপন জন বা কোন আত্মীয় স্বজন থাকলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। মোবাইল 01767-406404।


(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)