স্পোর্টস ডেস্ক, ঢাকা : ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে একাদশতম ক্রিকেট বিশ্বকাপের আসর। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে একযোগে অনুষ্ঠিত হয়ে গেলো এর জাকজমকপূর্ণ বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান।

অস্ট্রেলিয়ায় মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোলে হয় প্রধান অনুষ্ঠান। এ অনুষ্ঠান সমগ্র বিশ্বে সম্প্রচার করা হয়। মেলবোর্নের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৪ দলের অধিনায়কের সঙ্গে ছিলেন ক্রিকেটের সাবেক ও বর্তমান অনেক তারকা। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশের নৃত্য শিল্পীরা নিজ দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। গানে-নাচে উদ্বোধনী মঞ্চে মাতিয়েছেন জেসিকা হিলডা মাওবো, টিনা এরেনাসহ আরও অনেকেই।

এরপর প্রথাগত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্বকাপের দুই আয়োজক অর্থাৎ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়। আতশবাজির চোখ ধাধানো প্রর্দশনী ছিল দেখা মত।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)