স্টাফ রিপোর্টার, ঢাকা :

বুধবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক আবু তাহের ঢাকা সাব-এডিটরস কাউন্সিল(ডিএসইসি)নির্বাচন-২০১৩ এর ফল ঘোষণা করেছে। মোট ৮৫৯ ভোটারের মধ্যে ৭০৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে দৈনিক ইত্তেফাকের আশরাফুল ইসলাম ২৮৩ ভোট পেয়ে সভাপতি এবং দৈনিক সমকালের মো. শাহজাহান মিঞা ৩১৬ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তাদের নিকটতম প্রার্থী হলেন যথাক্রমে ডেইলি অবজারভারের নাছিমা আক্তার সোমা (২০৭ ভোট) এবং বার্তা২৪.বিডির মামুন ফরাজী (২০৮ ভোট)।

এতে সহ-সভাপতি পদে বাসস এর কে এম শহীদুল হক(২০০), যুগ্ম সম্পাদক  পদে বাংলাভিশনের নাসরীন গীতি (২৯৯), কোষাধ্যক্ষ পদে এটিএন নিউজের সাহাদাৎ রানা(২২৬), সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বর্তমান এর সানজিদা সুলতানা(৩০৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময় টেলিভিশনের এম এ মান্নান মিয়া (২৬৩), দফতর সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের একেএম ওবায়দুর রহমান(২৪৫), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে যুগান্তরের একরামুল ইসলাম বিপ্লব(২৬৪), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে সমকালের সোয়েব আহমেদ(২৩৩) নির্বাচিত হয়েছেন।

একইভাবে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১১টি সদস্য হলেন- ইউএনবি’র কানিজ ফাতেমা লুনা(৩৬২), আলোকিত বাংলাদেশের হুমায়ুন কবির তমাল (৩৪০), বাংলাদেশ সময়ের আনজুমান আরা শিল্পী(৩৩৭), নয়াদিগন্তের ইদ্রিস মাদ্রাজি(৩০৫), বাংলাদেশ প্রতিদিন অনলাইনের কাজল কেয়া(৩০১),যুগান্তরের রীতা ভৌমিক(৩০০), দেনিক ডেসটিনির দীপক ভৌমিক-২৪১, অর্থনীতি প্রতিদিনের আবদুল মকিম চৌধুরী(২৩৯), বাংলাবাজার পত্রিকার শাহ মতিন টিপু (২৩৩), আমার দেশের আহমেদ তেপান্তর(২২২) ও সমকালের আবু কাউছার খোকন (২১৪) নির্বাচিত হয়েছেন।

অন্য কমিশনাররা হলেন, নতুন বার্তা ডটকমের সম্পাদক সরদার ফরিদ আহমদ, এটিএন নিউজের বার্তা সম্পাদক মহসিন আল আব্বাস, দৈনিক ইত্তেফাকের যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ ও দৈনিক জনকণ্ঠের বিশেষ সংবাদদাতা উত্তম চক্রবর্তী।

(ওএস/অ/এপ্রিল ০২, ২০১৪)