স্পোর্টস ডেস্ক, ঢাকা : ৩২ রানের সহজ জয় পেয়েছে হায়দরাবাদ আহমেদাবাদে রাজস্থান রয়্যালসকে মাত্র ১৩৫ রানের লক্ষ্য দিয়েও। সাত খেলায় এটি হায়দরাবাদের তৃতীয় জয়। অন্যদিকে আট খেলায় এটি রাজস্থানের তৃতীয় হার। বৃহস্পতিবার মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৪ রান করে হায়দরাবাদ।

সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রানে অপরাজিত থাকেন ইরফান পাঠান। এই দুজন ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল লুকেশ রাহুল (১৮) ও নামান ওঝা (১৭)। ১৩ রানে ৩ উইকেট নিয়ে অধিনায়ক শেন ওয়াটসন রাজস্থানের সেরা বোলার। রজত ভাটিয়াও তিন উইকেট নেন, তবে তার খরচা ২৩ রান। জবাবে ১ বল বাকি থাকতে ১০২ রানে অলআউট হয়ে যায় রাজস্থান।

প্রথম ওভারেই অজিঙ্কা রাহানেকে (০) হারানো রাজস্থান ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। স্টিভেন স্মিথ (২২) ও স্টুয়ার্ট বিন্নি (১২) দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেও কাজ হয়নি।দলীয় ৭৮ রানে বিন্নির বিদায়ের পর ১৩ রান যোগ করতেই আরো চার উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। এরপর আর তাদের ইনিংস বেশি দূর এগোয়নি।১৪ রানে ৪ উইকেট নিয়ে হায়দরাবাদের সেরা বোলার ভুবনেশ্বর কুমার। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে ১৩ রান দেয়া অমিত মিশ্রর অবদান কম নয়।

(ওএস/পি/মে ০৯,২০১৪)