গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবলীগ নেতা আব্দুল হামিদ প্রধান হীরু খুনের সাথে জড়িত সন্দেহে পুলিশ গোলজার হোসেনকে আটক করেছে। গোলজার রাজাহার ইউনিয়নের বড়ঁশাও গ্রামের মৃত্যু আমির হোসেনের পুত্র। বৃহস্পতিবার রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। গোলজারের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি ছিনতাই মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ গোলজারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে হিরু মোটর সাইকেল যোগে গোবিন্দগঞ্জ পার্টি অফিস থেকে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী মানতি আরা লুনা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। পরদিন বৃহস্পতিবার সকালে তার ক্ষতবিক্ষত লাশ একটি সরিষা ক্ষেত থেকে পুলিশ উদ্ধার করে। আব্দুল হামিদ প্রধান হিরু উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচা কৃষ্ণপুর গ্রামের মৃত হাফিজার রহমানের পুত্র। এদিকে শনিবার দুপুরে হিরু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আওয়ামীলীগ অফিসে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ বুলবুল প্রমুখ। সভায় প্রধান অতিথি হিরুর স্ত্রী লুনার হাতে ১ লক্ষ টাকার একটি চেক অনুদান প্রদান করেন।

(এসআরডি/পি/ফেব্রুয়ারি ১৪, ২০১৫)