স্পোর্টস ডেস্ক, ঢাকা : আগামী শনিবার আবার মাঠে নামবে বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া।

২১ ফেব্রুয়ারি অসিদের প্রতিপক্ষ বাংলাদেশ। কিন্তু সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের বিপক্ষে মাঠে নামার আগে মধুর বিড়ম্বনায় অস্ট্রেলিয়ার নির্বাচকরা। ব্রিসবেনের ম্যাচের একাদশ সাজাতে কঠিন পরীক্ষার মুখোমুখি তারা। অবস্থাটা এমন যে, কাকে রেখে কাকে নামাবেন?

বাংলাদেশ ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক ইনজুরি থেকে আবার দলে ফিরবেন। আগে থেকে এমনটি বলা হচ্ছে। ফলে উইনিং কম্বিনেশন ভেঙে কমপক্ষে একজনকে হলেও রদবদল আনতে হবে নির্বাচকদের। যারা টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে গুড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে ব্যাপক দোটানার মধ্যে অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানও। তিনি কার জন্য সুপারিশ করবেন তা বুঝে উঠতে পারছেন না।

তবে দল থেকে বাদ পড়ার আগেই জর্জ বেইলি যেন নিজের বাদ পড়ার নিয়তিকে মেনেই নিয়েছেন। তিনি বলছেন, ‘আমার মনে হচ্ছে আমি দল থেকে বাদ পড়তে যাচ্ছি। তবে এটাই দলের জন্য মঙ্গলজনক।’ প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুতেই কয়েক উইকেট হারানোর পর বেইলি কিন্তু প্রথম প্রতিরোধ গড়েন। ৫৫ রান করার পথে গ্লেন ম্যাক্সওয়েলকে বড় জুটি গড়ার ভিত গড়ে দেন।

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৫, ২০১৫)