শেরপুর (বগুড়া) প্রতিনিধি  : বগুড়ার শেরপুরের হামছায়াপুরে একটি ছাত্রাবাসে শিবিরের আস্তানায় রবিবার দুপুরে অভিযান চালিয়ে দুটি পেট্রোল বোমা, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম ও জেহাদী বই উদ্ধার করেছে যৌথবাহিনী।

জানা গেছে, রবিবার দুপুর দেড় টা থেকে ঘন্টাব্যাপী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর পশ্চিমপাড়ায় অবস্থিত আব্দুর রহিমের ছাত্রাবাসে অভিযান চালায় র‌্যাব-১২, বিজিবি ও পুলিশের বিশেষ দল।
তারা অভিযান কালে শিবিরের ওই আস্তানা থেকে দুটি পেট্রোল বোমা, ককটেল তৈরির কৌটা সহ সরঞ্জাম এবং ছাত্রশিবিরের বিপুল পরিমাণ জেহাদী বই উদ্ধার করেন। এসময় শিবিরের কর্মী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
শেরপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশমী অভিযানের সত্যতা স্বীকার করে জানান, ওই ছাত্রবাসটি দীর্ঘদিন যাবত ইসলামী ছাত্রশিবিরের আস্তানা হিসাবে ব্যবহৃত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে এসব উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবার প্রক্রিয়া চলছে।
(এনএএম/পিবি/ফেব্রুয়ারি ১৫,২০১৫)