গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি বন্ধের দাবিতে সোনালী ব্যাংক চত্বরে রবিবার ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রাহক ও স্বজন সমাবেশের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে ডিজিটাল মিটার বদলের নামে লোড বিল, এনালগ মিটারে গ্রাহকের ইউনিট সমন্বয়, মিটার না দেখে অতিরিক্ত বিল প্রদান, মিটার বদলে ঘুষ বন্ধকরণ, ট্রান্সমিটার নিয়ে ঘাফিলতি, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ ৭দফা দাবিতে বক্তব্য রাখেন পাক্ষিক সুবর্ণ বাংলা সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, নিজাম উদ্দিন বাবুল, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমাদাদুল হক, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, এনটিটি পরিবারের নাজিম উদ্দিন আহাম্মেদ, ব্যবসায়ি সিরাজুল ইসলাম সিরাজ, গোলাম মোস্তফা, আলহাজ্ব সৈয়দ আশরাফুল ইসলাম ফরিদ, শাহজাহান, আব্দুস সাত্তার, তোফায়েল হোসেন সোহাগ, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সাংগঠনিক সম্পাদক সেলিম আল রাজ, স্বজন রবিন আচার্য্য, ক্যাডেট সারোয়ার জাহান প্রমুখ।

ক্ষতিগ্রস্ত গ্রাহকরা জানান, ডিজিটাল মিটার সংযোগের নামে এনালগ মিটারে ২/৩হাজার ইউনিট লুটে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। দেয়া হচ্ছে ভুতুড়ে বিল। ট্রান্সফরমার বিকলের ঘটনায় সতিশা গ্রামের শতশত কৃষকের বোরো ধান পানির অভাবে মারা যাওয়ার উপক্রম হয়েছে। পুড়ে গেছে লক্ষ টাকার যন্ত্রাংশ। ৭দিনের মধ্যে গ্রাহক হয়রানি বন্ধ না করলে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ গ্রাহক পরিষদের ব্যানারে আগামী রবিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেন।

(এসআইএম/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৫)