বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সোনার দোকানের দেয়াল কেটে চোরেরা প্রায় ১২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। শনিবার রাতের কোন এক সময় চোরেরা বগুড়া নিউ মার্কেট সংলগ্ন গালাপট্টিতে আবস্থিত সিমা জুয়েলার্স ঘরে পেছনের দেয়াল কেটে তিনটি সিন্দুক ভেঙে অলংকারগুলো নিয়ে যায়। রবিবার বেলা ১১টার দিকে দোকানে এসে লুটের বিষয়টি দেখে জ্ঞান হারিয়ে ফেলে দোকানের সত্ত্বাধিকারি আব্দুস সামাদ মন্ডল।

সামাদ মন্ডলের ছেলে শাহীন মন্ডল জানান, গালাপট্টির রায় প্লাজায় অবস্থিত ওই জুয়েলারী দোকানে তিনি, তার বাবা ও এক কর্মচারি কেনাবেচা করেন। গত শনিবার রাত ৯টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়ি যান। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকান কর্মচারি মানিক এসে দোকান খুলে মালামাল লুটের বিষয়টি দেখে তাদের সংবাদ দেয়। তিনি বলেন, তিনটি সিন্দুকে অন্ততঃ ১২৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিলো। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা নর্দমার গলির ভেতরে ঢুকে দেয়াল কেটে মালামাল লুট করে নিয়ে গেছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক নূরে আলম সিদ্দিকী জানান, বিষয়টি জানার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্বৃত্তদের শনাক্ত করাসহ গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

(এএসবি/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৫)