মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার হাজাম বাড়ি এলাকায় পরিবহনে নাশকতা চালাবার সময় পুলিশের গুলিতে মশিয়ার রহমান নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে। এ সময় অবরোধকারী বিএনপি-জামায়াত কর্মীদের ছোড়া ককটেলে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের ৫ কর্মকর্তা আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যায় মাগুরা যশোর সড়কের হাজাম বাড়ি এলাকায় বিএনপি-জামায়াতের কর্মীরা চলাচলরত অবস্থায় বেশ কয়েকটি পরিবহনে হামলা ও ভাংচুর চালায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে বিএনপি-জামায়াত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, এসআই হাফিজ, এসআই গৌতম, এসআই হাবিব, এসআই ইসমাইল হোসেন আহত হয়। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে ৫ রাউণ্ড শটগানের গুলি ছুড়লে ছয়ঘরিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান (৪৫) গুরুতর আহত হয়। মাগুরা সদর হাসপাতালে আনার পথে সে মারা যায়। নিহত বিএনপি নেতা শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের গোলাম নবীর ছেলে।

অবরোধকারীদের ককটেলে আহত শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ এবং এসআই হাফিজ মাগুরা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ টি ককটেল বোমা উদ্ধার করেছে বলে তিনি জানান।

(ডিসি/অ/ফেব্রুয়ারি ১৫, ২০১৫৮)