নিউজ ডেস্ক : ইন্টারনেটে মানুষের জীবনকে গতিশীল ও সহজলভ্য করতে প্রতিনিয়তই নতুন নতুন চমক আনছে সার্চ জায়ান্ট গুগল। এবার বিশ্বের চিকিৎসাসেবা বঞ্চিত কোটি কোটি মানুষের কল্যাণে অনলাইনে চিকিৎসা সেবা দিতে ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে সার্চ জায়ান্ট।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে চিকিৎসা সেবা দিতে ডাক্তারদের সাথে কাজ করছে গুগল। তবে এটাকে বিশেষজ্ঞ ডাক্তারের বিকল্প হিসেবে নেয়া উচিত হবে না বলেও জানিয়ে দিয়েছে সার্চ জায়ান্টটি।

এই নতুন সেবাটির ঘোষণা দিতে গিয়ে গুগলের একজন কর্মকর্তা জানিয়েছেন `গড়ে ২০ টি গুগল সার্চের একটি থাকে স্বাস্থ্য সংক্রান্ত। নতুন এই সেবাটির মাধ্যমে রোগের সাধারণ লক্ষণ ও চিকিৎসার পরামর্শ দেয়ার চেষ্টা করা হবে। এছাড়াও রোগের লক্ষণগুলো কতটা ভয়াবহ, ছোঁয়াচে কি না, বয়সের সাথে কোন সম্পর্ক আছে কি না সহ আরো অনেক তথ্য জানা যাবে।`

তবে ঠিক কবে থেকে এই সেবা হাতে পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত এখনো জানায়নি গুগল। এর মাধ্যমে বিশ্বের চিকিৎসা সেবা বঞ্চিত কোটি কোটি মানুষ উপকৃত হবেন আশা করছে গুগল।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ১৫, ২০১৫)