ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে “তানহা” অটো নামে একটি মবিলের দোকানে রবিবার রাতে আগুন লেগে প্রায় পঞ্চাশ লাখ টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।জানা গেছে,বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে কালীগঞ্জ ও ঝিনাইদহ দমকল বাহিনীর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার রবিউল আলামিন জানান, কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে ব্যবসায়ী শফিকুল ইসলামের “তানহা” অটো নামে একটি দোকানে রবিবার রাত ১১টার দিকে সর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। তিনি আরো জানান, আগুনে দোকানের মবিল ও তেলসহ মটর পার্টসের ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। তানহা অটোর মালিক ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, আগুনে তার দোকানের আনুমানিক পঞ্চাশ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।
(জেআর/পিবি/ফেব্রুয়ারি ১৬,২০১৫)