বগুড়া প্রতিনিধি: হরতাল ও অবরোধে বগুড়ায় যাত্রীবাহি চেয়ার কোচে পেট্রোলবোমা হামলা ও শিবগঞ্জ উপজেলার মোকামতলায় রোববার গভীররাতে গরু বোঝাই ট্রাকে আগুন দিয়েছে। পৃথক দুটি ঘটনায় যাত্রীবাহি কোচের হেলপার মোঃ মামুন (৩০) ও ট্রাক চালক সেলিম হোসেন (৩০) ও আব্দুল কাদের (৬৫) আহত হয়েছেন। আহতদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সেলিম ও কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকে থাকা ২২টি গরুর কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
জানা যায়, সোমবার বগুড়া শহরের ঠনঠনিয়াস্থ আন্তজেলা কোচ টার্মিনালের সামনে গাড়ী পরিস্কার করার সময় অবরোধ সমর্থকরা বাবলু পরিবহনে পেট্রোল বোমা হামলা করে। হামলাকারিরা এসময় ৩ থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। উপস্থিত পুলিশ সদস্যরা হামলাকারিদের উপর শর্টগানের গুলি বর্ষন করে। পুলিশের গুলির মুখে হামলাকারীরা আরো একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পেট্রোল বোমা হামলার ঘটনায় বাসের হেলপার নওগাঁর বদলগাছি থানার চাঁপাইনগর গ্রামের মোঃ মামুন আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভালেও কোচটির অধিকাংশ পুড়ে গেছে। আগুনে বাসটির ইঞ্জিনসহ ভেতরে যাত্রীদের আসনগুলো পুড়ে গেছে। তবে বাসটিতে কোন যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঠনঠনিয়া এলাকা থেকে জাহাঙ্গীর আলম নামে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ীর ইনচর্জা (টিএসআই) মঞ্জুরুল হক ভূইয়া কোচে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, পুলিশের গুলি বর্ষনের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
অপরদিকে দুর্বৃত্তরা রবিবার গভীর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলা এলাকায় গরু বোঝাই একটি ট্রাকে আগুন দেয়। এতে সেলিম হোসেন (৩০) ও আব্দুল কাদের (৬৫) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রাকে থাকা ২২টি গরুর কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
আহতদের মধ্যে গরু ব্যবসায়ী আব্দুল কাদেরের দুই পা পুড়ে গেছে। ট্রাক চালক সেলিম হোসেন মাথায় আঘাত পেয়েছেন।

বগুড় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালের (শজিমেক) বার্ণ ইউনিটের রেজিস্ট্রার ডা. শহিদুল্লাহ্ দেওয়ান জানান, গরু ব্যবসায়ী আব্দুল কাদেরের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে, তবে তিনি আশঙ্কামুক্ত। আব্দুল কাদেরের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাগডা গ্রামে। তিনি মৃত ইসমাইল হোসেনের ছেলে। ট্রাক চালক সেলিম হোসেনের বাড়ি চট্টগ্রামের হালিশর এলাকায়।
বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার বিহারপুর স্কুলের কাছে রবিবার রাত সোয়া ২টার দিকে ট্রাকটি রংপুর-বগুড়া মহাসড়কে পৌঁছার পর দুর্বৃত্তরা মহাসড়কের ওপর খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এতে চালক থেমে গেলে দুর্বৃত্তরা ট্রাকটির সামনের অংশে পেট্রোল ছিটিয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ঠনঠনিয়া এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় বিএনপি নেতা থেকে জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন অভিযোগে ১৪জনকে গ্রেফতার করা হয়েছে।
(এইসবি/পিবি/ফেব্রুয়ারি ১৬,২০১৫)