চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চান্দগাঁও থানার আওতাধীন পুরাতন চান্দগাঁও থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে স্থানীয় এক বিএনপি নেতার মালিকানাধীন পেট্রোলপাম্পের কাছে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক করতে পারেনি।

চান্দগাঁও থানার ওসি (তদন্ত) এস এম শহীদুল ইসলাম জানান, দুপুরে বিএনপি নেতা এরশাদ উল্লাহর মালিকানাধীন শরাফত উল্লাহ পেট্রোলপাম্পের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই পুলিশ দুর্বৃত্তদের আটকে আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৫)