মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখায় রবিবার সন্ধ্যায় অবরোধে পুলিশের উপর হামলা, বোমাবাজী ও গুলি বর্ষণের ঘটনায় নিহত বিএনপি কর্মী মশউির রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০ জনের নামে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে শালিখা থানার এসআই গৌতম কুমার বাদী হয়ে অস্ত্র আইনে ও পুলিশের উপর হামলার ঘটনায় এ মামলা দুটি দায়ের করেন।

উল্লেখ্য, ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শালিখা উপজেলার হাজামবাড়ি এলাকায় রবিবার সন্ধ্যা ৭ টায় বিএনপি-জামায়াত কর্মীরা বেশ কয়েকটি পরিবহনে হামলা ও ভাংচুর চালায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিএনপি-জামায়াত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও ইট পাটকেল নিক্ষেপ এবং গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মশিউর রহমান (৪০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়। আহত হয় শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ, এস আই ইসমাইল হোসেন, এস আই গৌতম কুমার,এস আই হাবিব ও এস আই হাফিজ। পুলিশ এ সময় ৪ টি পেট্রোল বোমা উদ্ধার করে।
(ডিসি/পিবি/ফেব্রুয়ারি ১৬,২০১৫)