নাটোর প্রতিনিধি : বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধ ভোঁতা হয়ে গেছে। এতে সাধারণ মানুষের কোন সমর্থন নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্দোলন হওয়া উচিৎ জনগণের স্বার্থে, কিন্তু বর্তমান আন্দোলন হচ্ছে কৃষি, শিল্প তথা দেশকে ধ্বংস করার আন্দোলন। জনগণ এই আন্দোলন প্রত্যাখান করেছে। তাই জনমনে ভয় সৃষ্টির জন্য মাঝে মধ্যে যানবাহনে হামলা করে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে।

অপর দিকে একই সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি, রাজশাহী) ইকবাল বাহার চৌধুরী বলেন, গত ৬ জানুয়ারি থেকে সারাদেশের মানুষের ওপর তথাকথিত অবরোধ চাপিয়ে দেয়া হয়েছে। কিন্তু দেশের মানুষ হরতাল-অবরোধের বিরুদ্ধে সর্বাত্বক অবস্থান নিয়েছে। জনগণের জানমাল রক্ষায় অপরাধীদের হত্যা করা কোন অপরাধ নয়। পেট্রোল বোমা মারা বা যানবাহনে হামলা করা রাজনৈতিক কর্মসূচী হতে পারে না। হরতালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবেনা। অপরাধীদের সাথে কোন আপোস করবে না পুলিশ। প্রয়োজনে সন্ত্রাসীদের হত্যা করে গ্রেফতার করা হবে।

সোমবার বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে আহম্মেদপুর এম এইচ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আইন-শৃঙ্খলা শংক্রান্ত শান্তি সমাবেশে তারা এসব কথা বলেন। নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বড়াইগ্রামের ইউএনও রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর জিএস কর্নেল আদিল চৌধুরী, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল ফেরদাউস শাহাব, র‌্যাব-৫ রাজশাহীর পরিচালক লে. কর্ণেল মাহবুব আলম, এনএসআই এর যুগ্ম পরিচালক রাজশাহী অঞ্চল গোলাম মোক্তাদির, নাটোরের পুলিশ সুপার বাসুদের বণিক, আনছার ভিডিবির এডি আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সম্পাদক মিজানুর রহমান, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র ইসহাক আলী, ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ প্রমুখ। দর্শক সারি থেকে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন অধ্যক্ষ আসাদুজ্জামান, এএইচএম কামাল, আব্দুল লতিফ প্রমুখ।

(এমআর/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৫)