নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নাশকতাকারীদের প্রতিহত করতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। নাশকতাকারি যেই হোক যেকোন মূল্যে তাদের প্রতিহত করতে হবে। পাশাপাশি যেকোন পরিস্থিতিতে স্থানীয় সরকারের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আন্তরিক প্রচেষ্টায় সমাজে শান্তিপূর্ণ পরিবেশ সংরক্ষণ করতে পারে।

সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইন-শৃংখলা সংক্রান্ত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস এসব কথা বলেন। উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার আনোয়ার ইমামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, নওগাঁ অঞ্চলের (বর্ডার গার্ড) কমান্ডিক অফিসার জাহিদ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম। এতে আরোও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পরিষদের প্যানেল চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, মেয়র সুশান্ত কুমার শান্ত, থানার অফিসার ইনচার্জ(ওসি) ফয়জুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী নুরুল আমিন বাচ্চু, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী, আফসার আলী, উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সোবাহান আলী, জাসদ নেতা ফরিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল হোসেন, ইউপি সদস্য তশিকুল বারী প্রমুখ। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

(এনআই/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৫)