যশোর প্রতিনিধি : যশোরে গণপিটুনিতে ২ ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে। সোমবার বিকালে শহরের নাজিরশংকরপুরের হাজারিগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

আহতদের নাম আজিম। তিনি সদরের সুলতানপুরের আকবরের ছেলে। এবং অপর ছিনতাইকারীর নাম বিকাশ। সে বকচর হুশতলার বদিয়ার রহমানের ছেলে। তাদেরকে ঙশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতয়ালি থানার এসআই কবির হোসেন জানান, বিকাশ ও আজিম বিকাল ৩টার দিকে নাজিরশংকরপুর হাজারিগেট এলাকার শাওনের কম্পিউটারের দোকানে যেয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

এ সময় শাওন কৌশলে বিষয়টি এলাকার অন্যান্যদের জানালে জনতা ২ জনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ জনকেই আটক করে।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ১৬, ২০১৫)