যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় মসজিদের গেট স্থাপন নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী (৬০) চৌগাছার ফুলসারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আহত একই গ্রামের শাহ বক্স’র ছেলে আসাদুল্লাহ (৪০) ও ওহিদুল (৩৫)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফুলসারা গ্রামে বৃদ্ধ আশরাফ আলীর দানকৃত জমিতে নির্মিত মসজিদের সীমানা সুরক্ষার জন্য সম্প্রতি প্রাচীর নির্মাণ করা হয়। মঙ্গলবার সকালে এর গেট স্থাপনের কাজ চলছিল। এই গেট স্থাপন নিয়ে প্রতিপক্ষ খায়রুলের সাথে আশরাফ আলীর বিরোধ বাধে। এ নিয়ে সংঘর্ষ শুরু হলে মারপিটে আশরাফ আলী, আসাদুল্লাহ ও ওহিদুল আহত হন। তাদেরকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত আসাদুল্লাহ ও ওহিদুলের শারীরিক অবস্থার অবন্নতি হলে দুজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চৌগাছা থানার উপ পরিদর্শক (এসআই) মোমিন ঘটনা নিশ্চিত করেছেন।

(জেকেএম/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৫)