বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে কাহালু উপজেলার বাবলাতলা নামকস্থানে এবং বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর মন্ডল পাড়ায় ট্রাক চাপায় বিদ্যুৎ শ্রমিক মারা যায়।

জানা যায়, মঙ্গলবার ভোরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে দুপচাঁচিয়া থেকে বগুড়ামুখি ট্রাকের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এসময় বিপরীতমুখির অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পাংচার হওয়া ট্রাকের চালক কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাশিমালা গ্রামের মৃত নবীর উদ্দিনের পুত্র আবু সালেক (৩০) ঘটনাস্থলেই মারা যায়। এসময় অপর ট্রাকে থাকা মাটি কাটা চার শ্রমিক আনিছ (৩০), রেজাউল (২৯), রুহুল আমিন (৩১), আবু সালাম (৩৩) আহত হয়। আহতদের স্থানীয় হাপাতালে ভর্তি করা হয়।
বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ সমীত কুমার কুন্ডু জানান, নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর মন্ডল পাড়ায় একটি বালুবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের শ্রমিক রানাকে (২৮) চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে (শজিমেক) নেয়া হলে সেখানে সে মারা যায়।
বগুড়া শজিমেক হাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহা আলম জানান, নিহত রানা আহম্মেদ (২৮) শাজাহানপুর উপজেলার শিয়ালচাপরা গ্রামের মনছের আলীর পুত্র।
(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ১৭,২০১৫)