লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় দেড় লাখ টাকা মুল্যের ১৫'শ কেজি জাটকাসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে গ্রাম পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে চর আবাবিল গ্রামের হাইন্নাগোা মোড় নামক এলাকা থেকে আটককরা হয়। আটককৃতরা হলেন, ঢাকার ডেমরা এলাকার আয়াত আলীর ছেলে ইউছুফ মিয়া (৩৫), মোঃ ইউনুছ মিয়া (৩০) ও চর ভৈরবীর জালিয়ারচর এলাকার মৃত মোঃ হযরতের ছেলে মোঃ হেলাল (৩০)।

পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমীন আলমের কার্যালয়ে নেওয়া হলে প্রত্যেতকের ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয় এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানা ল্লিাহ বোডিং ও গরীবদের মাঝে বিলিয়ে দেয়া হয়। এসআই মোঃ মহিন জানান, সকাল ৯টার দিকে মেঘনা নদীর পাড় কাটাখালির আড়ত থেকে আটককৃত ব্যবসায়ীরা পিকআপ ভ্যানে করে চরআবাবিল গ্রাম দিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় গ্রাম পুলিশ জাকির ও দেলোয়ার হোসেন তাদেরকে আটক করে হায়দরগঞ্জ ফাড়ি থানায় নিয়ে আসে।

(পিকেআর/পি/ফেব্রুয়ারি ১৭, ২০১৫)