ময়ূখ ইসলাম : বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে শুরু হয়েছে শিল্পী ফিরোজ মাহমুদ, আনিসুজ্জামান সোহেল এবং ইয়াসমিন জাহান নূপুরের ‘দ্য প্যারাডক্সিক্যাল নাও’ শীর্ষক দলবদ্ধ চিত্রকলা প্রদর্শনী ।

বেঙ্গল শিল্পালয়ে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্প সমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্পী অধ্যাপক নিসার হোসেন।

প্রদর্শনীতে শিল্পী ফিরোজ মাহমুদ এর বিষয় বস্তু ‘ডিস্টেন্স অফ দ্য পাস্ট’, আনিসুজ্জমান সোহেলের ‘দ্য ওলডেস্ট রেস্পন্স’ এবং ইয়াসমিন জাহান নূপুরের ‘মেমোরি অব আর্থ’। এই তিন শিল্পীর মোট ৩৬টি শীল্পকর্ম স্থান পায় এই প্রদর্শনীতে। যা দেখে মনে একেক সময় একেক রকমের চেতনা আসতে পারে। কখনো মানব সভ্যতার সুখ দুঃখ, কখনো আবার সভ্যতার স্মৃতি। ফিরোজ মাহমুদ একেছেন নবাবদের দুর্ভাগ্য আর ইংরেজদের কাছে পরাজয়ের কাহিনি। আনিসুজ্জামান একেছেন, সংকটকালের ছবি আর ইয়াসমিন জাহান পৃথিবীর বিভিন্ন স্মৃতির কাহিনি তুলে ধরেছেন তাঁর শিল্পকর্মে ।

প্রদর্শনী সম্পর্কে বেঙ্গল শিল্পালয়ের একজন কর্মকর্তা জানান, প্রদর্শনী সবার জন্যই উন্মুক্ত। প্রতি দিনই বিভিন্ন শ্রেণীপেশার মানুষ প্রদর্শনীতে ঘুরতে আসেন। তিনি আরো বলেন, প্রদর্শনীর শিল্পকর্ম ও শিল্পীদের সম্পর্কে জানতে ক্যাটালগের বাবস্থা করা হয়েছে। যা দর্শনার্থীরা চাইলে একশত টাকার বিনিময়ে পেতে পারেন।

ধানমন্ডি-২৭ এর বেঙ্গল গ্যালারিতে এই চিত্র প্রদর্শনী শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটি ২২ ফেব্রুয়ারি রাত ৮ টা পর্যন্ত চলবে।

(এমআই/অ/ফেব্রুয়ারি ১৭, ২০১৫)