বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীতে পুলিশ বক্স উদ্ধোধন করা হয়েছে। একাত্তর সালের পঁচিশ মার্চ কালো রাতে পাক বাহিনীর হামলায় রাজারবাগে শহীদ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদের স্মরণে বরিশালে এ পুলিশ বক্স উদ্ধোধন করা হয়েছে।

নগরীর কাকলীর মোড়ে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় পুলিশ বক্সের উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।

এ সময় তিনি বলেন, ‘নগরবাসীর সেবায় ও আইনশৃঙ্খলা রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে নগর পুলিশ সদস্যরা। তাদের বসার কোনো স্থান না থাকায় শহরের গুরুত্বপূর্ণ স্থান কাকলীর মোড়ে পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে শহীদ কনস্টেবল হারুন অর রশীদের নামে। যার বাড়ি জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরাতে। তার নামে এটি করতে পেরে আমরা গৌরব বোধ করছি।’

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- শহীদ মুক্তিযোদ্ধা হারুন অর রশীদের বোন সেতারা বেগম, ভাগ্নে তাজুল হাওলাদারসহ নগর পুলিশের উপ-পুলিশ (দক্ষিণ) কমিশনার গোলাম রউফ খান পিপিএম (বার), জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীক, নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবু রায়হান মো. সালেহ, কোতোয়ালি থানার এসি মাহামুদ প্রমুখ।


(ওএস/এইচআর/মে ১০, ২০১৪)