বগুড়া প্রতিনিধি : মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুস সুবহানের ফাঁসির আদেশে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। বুধবার দুপুরে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন প্রদীপ কুমার রায়, শেরিন আনোয়ার জর্জিস, এসএম শাজাহান, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, ডালিয়া নাসরিন রিক্তা, দিলরুবা আমিনা আক্তার সুইট, নাছরিন রহমান সীমা, ফরিদুল ইসলাম মুক্তা, শরিফুল ইসলাম শিপুল, আলেয়া ফেরদৌসি, আতাউর রহমান আতা, আসলাম হোসেন, শিল্পি বেগম, শিমু আক্তার, বাদল কাজী, মহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধ পরিকর। জননেত্রী শেখ হাসিনার সরকার আমলেই সকল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও রায় কার্যকর হবে ইনশাল্লাহ। দেশী বিদেশী ষড়যন্ত্র উপেক্ষা করে বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করেছে। কোন চক্রান্ত যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতে পারবে না। দূর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপি জামায়াত আন্দোলনের নামে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের অযৌক্তিক কর্মসূচিতে জনগনের সম্পৃক্ততা নেই। এদের অপকর্মের বিরুদ্ধে সকল শ্রেনী পেশার মানুষদের রুখে দাঁড়াতে হবে।
(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ১৮,২০১৫)