বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেছেন, নাশকতার কারণে উন্নয়ন থমকে যাচ্ছে। এতে করে দেশ পিছিয়ে যাচ্ছে। সহিংসতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সমাজের সকল শ্রেনী পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে নাশকতার বিরুদ্ধে। বুধবার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াছমীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, এডিসি (সাবির্ক) খোরশেদ আলম, বিজিবির কর্নেল জাহিদ হাসান, সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, মডেল থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ, সুরাইয়া জেরীন রনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ আজম খান, চেয়ারম্যান জিন্নাতুল ইসলাম পিস্তুল, রফিকুল ইসলাম রাঙ্গা, আ:লীগ নেতা ধন্য গোপাল সিং, জাতীয়পার্টি নেতা গোলাম রব্বানী রতন, অধ্যক্ষ রেজাউল করিম, কাউন্সিলর সোনাউল্লাহ, সাংবাদিক রায়হান রানা প্রমূখ।
(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ১৮,২০১৫)