বগুড়া প্রতিনিধি : দেশজুড়ে নাশকতা-সহিসংতা ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে কালের কণ্ঠের পাঠক সংগঠন বগুড়া শুভসংঘ মানববন্ধন ও সমাবেশ করেছে। বুধবার বেলা ১১ টায় শহরের সাতমাথায় বগুড়া শুভসংঘের সভাপতি অধ্যাপক জে কে সাহার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে অবিলম্বে এই নাশকতা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম আখতারুজ্জামান, দৈনিক উত্তরের খবরের সম্পাদক আব্দুস সালাম বাবু, নির্বাহী সম্পাদক সাজেদুর রহমান সিজু, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, বগুড়া ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান রানা, আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক প্রদীপ মোহন্ত, দৈনিক সকালের খবরের নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন মিন্টু, বণিক বার্তার জেলা প্রতিনিধি এইচ আলীম, এশিয়ান টিভির বগুড়া প্রতিনিধি শামছুল আলম লিটন, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, বগুড়া মিউজিক এসোসিয়েসনের সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া বাউল গোষ্ঠীর সভাপতি সাঈদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাসুদ হাসান, সাংবাদিক সঙ্গীত রায় বাপ্পী, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি রাধা রাণী বর্মন, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শীতল সাহা, আজিজুল হক কলেজ ছাত্র সমাজের আহবায়ক সাখাওয়াত হোসেন জনি, ছাত্রলীগের সদস্য আরিফুল ইসলাম, বগুড়া শুভসংঘের সহ-সভাপতি নিভা রাণি সরকার পূর্ণিমা ও আরিফুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ শাহী, সদস্য জাহিদুল ইসলাম জিহাদ, কালের কণ্ঠ বগুড়া অফিসের নিজস্ব প্রতিবেদক লিমন বাসার, বগুড়া প্রতিনিধি জে এম রউফ প্রমুখ। বক্তারা বলেন, দেশে যে হারে নাশকতা ও সহিংসতা চলছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে। চলমান এসএসসি পরীক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থার কারণে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। অতিসত্বর সহিংসতা ও নাশকতা বন্ধে তারা সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ১৮,২০১৫)