মাগুরা প্রতিনিধি : পুলিশই জনতা জনতাই পুলিশ এই শ্লোগান নিয়ে- চলমান নাশকতা সহিংসতার বিরুদ্ধে আজ বুধবার সমাবেশ করেছে মাগুরার শ্রীপুর উপজেলার কমিউনিটি পুলিশিং এর সদস্যরা।

শ্রীপুর থানা কমপাউন্ডে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হুমায়ুন উর রশিদ মুহিত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির। বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আওলাদ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। সভায় কমিউনিটি পুলিশিং এর প্রায় দেড় হাজার সদস্য অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয় কমিউনিটি পুলিশি এর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গত ৭মাসে এ উপজেলার অপরাধ প্রবণতা অনেকাংশে কমে এসেছে। একই ধারাবাহিকতায় চলমান নাশকতা সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পুলিশ ভূমিকা রাখছে। সভায় আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা এলাকায় ৫হাজার সদস্যের উপস্থিতিতে নাশকতাবিরোধী মানববন্ধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
(ডিসি/পিবি/ফেব্রুয়ারি ১৮,২০১৫)