কিশোরগঞ্জ প্রতিনিধি : হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে আলু চাষ পাল্টে দিচ্ছে কৃষকের জীবন চিত্র। চলতি বছর এ উপজেলায় আলুর বাম্পার ফলন হলেও হিমাগার না থাকায় উৎপাদিত আলু নিয়ে চাষীরা বিপাকে পড়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ বছর ৪শ’ হেক্টর জমিতে আলু চাষ করা হয়।

আলু চাষী তোফাজ্জল হোসেন জনান, কিশোরগঞ্জ বিএডিসি স্কীম ও কৃষকের সংরক্ষিত বীজ থেকে আলু রোপন করা হয়। চরজামাইল, জামাইল, ভরুয়া, কাওনা, চর বিশ্বনাথপুর, চর পিতলগঞ্জ, সাহেবের চর, গড় বিশুদিয়া, চর কাটিহারী এবং চর হাজীপুর এলাকায় সবচেয়ে বেশি আলুর চাষ হয়েছে। হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহম্মদ জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ইতোমধ্যে আলু তোলার কাজ শুরু করেছে। স্থানীয় কৃষকরা জানান, হরতাল অবরোধের কারণে আলু বাজারজাতকরণ করা যাচ্ছে না। কৃষকরা আলুর ন্যায্যমূল্য না পেয়ে লোকসানের প্রহর গুনছেন। অপরদিকে হোসেনপুর উপজেলায় কোন হিমাগার না থাকায় আলু নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন।

(পিকেএস/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)