ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের জগন্নাথপুর গ্রাম থেকে বুধবার সকালে বিলুপ্ত প্রায় চারটি মেছো বাঘের শাবক আটক করেছে এলাকাবাসী। পরে শাবকগুলো স্থানীয় একটি বন্যপ্রাণী সংরক্ষন এলাকায় অবমুক্ত করা হয়।

এলাকাবাসী জানায়, সকালে জগন্নাথপুর এলাকার একটি বাড়ির পাশ থেকে চারটি মেছোবাঘের শাবক আটক করে এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল শাবকগুলো উদ্ধারে সেখানে যান। দুপুরে স্থানীয়দের সহযোগিতায় সাইডো বন্যপশু সংরক্ষণ এলাকায় সেগুলো অবমুক্ত করা হয়।

সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল বলেন, ‘এগুলো বিলুপ্তপ্রায় মেছোবাঘের শাবক বলে নিশ্চিত হওয়ার পর তাদের অবমুক্ত করা হয়েছে।’ গত ২০১১সাল থেকে সাইডো বন্যপ্রাণী সংরক্ষণের কাজ করছে। তবে ওই এলাকায় অভয়াশ্রমে বন্যপ্রাণীদের জন্য সরকারি বা বেসরকারি সহযোগিতায় স্থায়ীভাবে টিলা বা বাসস্থান গড়ে তুলতে পারলে বন্য প্রাণীরা আর লোকালয়ে আটক বা মৃত্যুর সম্মুখীন হবেনা বলে তিনি আরো জানান।

তবে এ ব্যাপারে বনবিভাগের কোন কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি।

(এসএম/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)