স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রশংসা এমনি এমনিই চলে আসার কথা। তবুও অধিনায়কের মুখ থেকে যখন বিশেষভাবে জনসমক্ষে প্রশংসাবাক্য উচ্চারিত হয়, তখন সেটা অবশ্যই বেশ উৎসাহ জাগানিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ম্যাচের যে পরিস্থিতি তৈরী হয়েছিল, সেখান থেকে দলকে টেনে তোলার পর এমনিতেই পুরো বাংলাদেশ ভাসছে সাকিব-মুশফিকের প্রশংসায়। পুরো ক্রিকেট বিশ্ব প্রশংসা করছে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের। তাদের ব্যাটে চড়েই এলো ১০৫ রানের বিশাল জয়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মঞ্চে সঞ্চালক রমিজ রাজার সঙ্গে কথা বলতে গিয়ে দুই পারফরমার সাকিব-মুশফিকের প্রশংসাই করলেন অধিনায়ক মাশরাফি। বললেন, ‘মুশি আর সাকিব সত্যিই চমৎকার খেলেছে। তাদের জুটিটাই মূলত দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছিল।’ চাপে ছিলেন কি না মাশরাফি? এ প্রশ্নের জবাবে নড়াইল এক্সপ্রেসের দাবি, ‘বিশ্বকাপের মত ম্যাচে চাপ থাকাটাই স্বাভাবিক। আমরা খুশি যে, সেই চাপকে খুব দ্রুত সামলে নিতে পেরেছিলাম। প্রথম থেকেই আমরা চেষ্টা করেছি বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে এবং শেষ পর্যন্ত আমরা সেটা পেরেছি। এখন লক্ষ্য, সামনে তাকানো। পরের ম্যাচগুলোতে ভালো করা।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, ‘এখানে এসে আমরা সমর্থকদের এত সমর্থণ পেয়ে সত্যি অভিভুত। এই ম্যাচ জয়ে তাদেরও অবদান ছোট নয়। এখানে এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশের সকল সমর্থককে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য।’

(ওএস/পি/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)