বগুড়া প্রতিনিধি : বগুড়া শাজাহানপুর উপজেলার ঢাকা মহাসড়কের ফটকি ব্রীজের পার্শ্বে দ্রুতগামী কোচের চাকায় পৃষ্ঠ হয়ে পথচারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পার্শ্বে আসার সময় ঘটনাটি ঘটে। নিহত সুরনজিত (৪৫) জি ফোর এস নামক সিকিউরিটি কোম্পানিতে কর্মরত ছিল এবং উপজেলার বেতগাড়ি এলাকায় রেনাটা ওষুধ কোম্পানির নির্মাণাধীন ভবনে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা এবং সহকর্মীরা জানান, ডিউটি শেষ করে সুরঞ্জিত ফটকি ব্রীজ এলাকায় এসেছিল। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী কোচের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষনিক ভাবে মহাসড়কের উভয় পার্শ্বে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে লাশ সরিয়ে আবারো যান চলাচল স্বাভাবিক করে দেয়। চালক গাড়িটি বনানী এজাজ হাউজিংয়ের পার্শ্বে রেখে পালিয়ে যায়। শাজাহানপুর থানার পরিদর্শক (সার্বিক) আব্দুল মান্নান জানান, হানিফ এন্টার প্রাইজের চাকায় পৃষ্ঠ হয়ে সুরঞ্জিতের মৃত্যু হয়। গাড়িটিকে আটক করা হয়েছে।

(এএসবি/পি/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)