ঝিনাইদহ প্রতিনিধি : মিরপুরে বন্ধুর ছুরিকাঘাতে জখম হওয়া এসএসসি পরীক্ষার্থী মাহফুজুর রহমান তুষার মারা গেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ সময় আবির নামে তার এক বন্ধু অহত হয়ে চিকিৎসাধীন আছে। নিহত তুষার দারুস সালাম এলাকার ঢাকা মডেল স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। মাহফুজুর রহমান তুষারের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা এলাকায়। তুষারের বাবার নাম মতিউর রহমান। তারা দারুস সালামের দক্ষিণ বিসিলের ১৮৫/১ নম্বর বাসায় বসবাস করত। তুষারের বন্ধু আহত আবির জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সজিব, রনি, পলাশ, আরমান, অন্তু, ফাহিম ও রাব্বি ফোন করে তুষারকে ডেকে নিয়ে শাহ আলী মার্কেটের সামনে নিয়ে যায়। এরপর তুচ্ছ কথা নিয়ে বাদানুবাদের একপর্যায়ে তুষারকে ছুরিকাঘাত করে তারা। সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টায় মারা যায়। তুষারআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, ১৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তুষার বন্ধুদের সঙ্গে শাহ আলী থানার পাশে আড্ডা দিচ্ছিলো। এ সময় সিনিয়র-জুনিয়রকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ৭-৮ জন তুষারের কোমরে ছুরিকাঘাত করে। ওইদিন রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন তুষার মারা যান।
এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
(জেআর/পিবি/ফেব্রুয়ারি ১৯,২০১৫)