কিশোরগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবস্থাপনায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিভিন্ন বিদ্যালয়ের ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বাছাই শেষে দুপুরে প্রতি গ্রুপ থেকে তিনজনকে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান। এ সময় জেলা পরিষদের নির্বাহী প্রধান আনিসুজ্জামান,রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার নৌশাদ খান, প্রেসক্লাবের সভাপতি নাসিম খান, সাবেক প্রেস ক্লাব সভাপতি সাইদুজ্জমান,সাবেক প্রেস ক্লাব সভাপতি মু,আ.লতিফ, চিত্র শিল্পী এম.এ কাইয়ূমসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চিত্রাংকন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
(পিকেআর/পিবি/ফেব্রুয়ারি ১৯,২০১৫)