বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা থেকে ৪টি হরিণের চামড়াসহ ১জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর সদস্যরা। বুধবার রাত ১২টার দিকে উপজেলার গাববাড়িয়া বিশ্বাস বাড়ি থেকে আটক করা হয়।

আটক ব্যাক্তির নাম নাসির বিশ্বাস (৩০)। তাঁর বাড়ি চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া গ্রামে। পিতার নাম মোতালেব বিশ্বাস।

র‌্যাবের পটুয়াখালীর অধিনায়ক এএসপি আসাদুজ্জামান বলেন, চরদুয়ানী বিশ্বাস পাড়া এলাকায় মোতালেব বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাসের ঘরে বিক্রির উদ্দেশ্যে ৪টি হরিণের চামড়া সংরক্ষিত আছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ঘরের দোতালায় বস্তাবর্তি ৪টি হরিণের চামড়া আটক করা হয়। এ সময় তারা নাসিরকেও গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত চামড়া পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারকৃত নাসিরকে পাথরঘাটায় হস্তান্তর করে বন আইনে মামলা করা হয়।

এ নিয়ে গত এক মাসে পাথরঘাটা থেকে ৪৩টি হরিণের চামড় ও ৩ পাচারকারীকে আটক করে র‌্যাব।

(এমএইচ/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৫)