মাগুরাপ্রতিনিধি : বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পাওয়া শারমিনের লেখাপড়ার দায়িত্ব নিলেন থানার ওসি। এ লক্ষে বৃহস্পতিবার দুপুরে শারমিনের জন্য বই কিনে তার বাবার হাতে তুলে দেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন। 

গত ১১ ফেব্রুয়ারী বুধবার বিকেলে শ্রীপুর উপজেলার পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ফারজানা শারমিন রুনার বাল্য বিয়ে কমিউনিটি পুলিশিং ও শ্রীপুর থানা পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়। এ সময় শ্রীপুর থানার ওসি শাহ্ মো: আওলাদ হোসেনের অস্বচ্ছল পরিবারের ওই মেয়েটির লেখাপড়ার খরচ চালানোর দায়িত্ব নেন।

তিনি বলেন, যতদিন মেয়েটির বিয়ের বয়স না হবে ততদিন পরিবার তার বিয়ের চেষ্টা করবে না। আর এ জন্য পরিবারটির সহায়তায় তিনি প্রতিমাসে মেয়েটির লেখাপড়া, জামাকাপড় ও বই খাতা কেনার খরচ বাবদ যে টাকার প্রয়োজন তা বহন করবেন।

এ লক্ষে তিনি বৃহস্পতিবার শ্রীপুর থানা কমপাউন্ডে শারমিনের বাবা পিকুল লস্করের হাতে এ বই তুলে দেন। এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেন রুনার স্কুল পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাসসহ অন্যরা।


(ডিসি/এসসি/ফেব্রুয়ারি২০,২০১৫)