নড়াইল প্রতিনিধি : নসিমন, করিমনসহ সব ধরনের অবৈধ যানচলাচল বন্ধের দাবিতে যশোর-নড়াইল সড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে যশোরের মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। এদিকে পূর্বঘোষণা ছাড়াই ধর্মঘটের ডাক দেওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, যশোর-নড়াইল-কালনা সড়কে দীর্ঘদিন ধরে নসিমন-করিমন, আলমসাধু যাত্রী বহন করায় বাস মালিক ও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনের সঙ্গে আলোচনায় এসব যান একাধিকবার বন্ধের আশ্বাস দিলেও তা কার্যকর না হওয়ায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা। নিরুপায় হয়ে তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেল, পিকআপসহ অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে।

(ওএস/এইচআর/মে ১০, ২০১৪)