রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরের ফুদকিপাড়া এলাকায় নাসিমা খাতুন নাজমা (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নাজমার বাবা চাঁন খান ও ভাই জাহিদুল ইসলাম জেমস এ অভিযোগ করেন।

জেমসের অভিযোগ, নাজমার স্বামী সুগার মাদকাসক্ত। বিয়ের পর থেকেই তিনি প্রায়ই তার বোনকে নির্যাতন চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সুগারের পরিবার থেকে নাজমা দুর্ঘটনায় পড়েছে বলে জানানো হয়। খবর পেয়ে তারা সুগারের বাড়িতে গিয়ে নাজমার লাশ উদ্ধার করে। তার গলায় ফাঁসের দাগ দেখতে পান তারা।

পরে নাজমাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই সময় সেখানে উপস্থিতরা সুগারকে রামেক হাসপাতাল পুলিশে সোপর্দ করে।

নামজার দশম শ্রেণি পড়ুয়া মেয়ে সিনথিয়া তার মামাকে জানায়, তার মা ঝুলন্ত অবস্থায় ছিলো এবং তার হাটু পর্যন্ত মাটি স্পর্শ করে ছিলো।

মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নাজমার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। শুক্রবার ময়নাতদন্ত হবে। পরে ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ২০, ২০১৫)